|
|
|
|
|
|
ইউনিয়নের নামঃ ০৪নং বেলকা ইউনিয়ন পরিষদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
৪নং বেলকা ইউনিয়ন একটি নদী বেষ্ঠিত ইউনিয়ন । একসময় এই ইউনিয়নে অসংখ্য খাল ও নদী ছিল।এই ইউনিয়ন শুরু থেকে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্রে তার নিজ্স্ব স্বকীয়তা আজও সমুজ্জল।
ইউনিয়নের সীমানা/ভৌগোলিক অবস্থানঃ
পূর্বেঃ হরিপুর ও শান্তিরাম ইউনিয়ন,পশ্চিমেঃ সুন্দরগঞ্জ পৌরসভা এবং দহবন্দ ইউনিয়ন, উত্তরেঃতারাপুর ও বজরা ইউনিয়ন(উলিপুর),দক্ষিনেঃ শান্তিরাম ইউনিয়ন।গাইবান্ধা শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে বেলকা ইউনিয়ন অবস্থিত।
জমির পরিমানঃ ইউনিয়ন পরিষদের ভবন-৫১ শতাংশ।
আয়তনঃ ৩২.৬২ বর্গ মাইল।
মৌজাঃ ০৯টি।
গ্রামের সংখ্যাঃ ১১টি।
হাটবাজার সংখ্যাঃ ০৩টি।
পাঁকা রাস্তাঃ ২ কিঃমিঃ
কাঁচা রাস্তাঃ৩৫ কিঃমিঃ
কালভার্টঃ
জনসংখ্যাঃ ৩৮,৯০০ প্রায়
ভোটার সংখ্যাঃ ১‘৮৫০০।
নারীঃ ৯৫০০
পুরুষঃ ৯০০০
শিক্ষার হারঃ ৬০%
প্রতিবন্ধীঃ২০০০প্রায়।
ইউনিয়ন পরিষদের কাঠামোঃ
ক্রঃ নং |
পদের নাম |
অনুমোদিত পদ সংখ্যা |
কমরত পদের সংখ্যা |
০১ |
চেয়ারম্যান |
০১ |
০১ |
০২ |
সচিব |
০১ |
০১ |
০৩ |
ইউপি সদস্য |
১২ |
১২ |
০৪ |
দাফাদার |
০১ |
০১ |
৫ |
গ্রাম পুলিশ |
০৯ |
০৯ |
০৬ | হিসাব সহকারী কাম-কমিউটার অপারেটর | ০১ | ০১ |
প্রতিষ্ঠান সমূহঃ
মাধ্যমিকঃ ০৩টি।
উচ্চ মাধ্যমিকঃ ০১টি।
প্রাথমিক বিদ্যালয়ঃ সরকারী ১৪টি।
দাখিল মাদ্রাসাঃ০২টি।
ইফতেদায়ীঃ ০৫টি।
প্রতিবন্ধী স্কুলঃ ০২টি।
মসজিদঃ ৪৭টি।
মন্দিরঃ ০৩টি।
এনজিওঃ ০৪টি।
কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি।
ব্যাংকঃ নাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস