Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, প্রতিবন্ধী ভাতাভোগী সহ সকল ভাতাভোগীদের জন্য সতর্ক বার্তা
বিস্তারিত

বিস্তারিত

গাইবান্ধা জেলার গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলাধীন সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সম্মানিত বয়স্ক, বিধবা স্বামী নিগৃহীতা মহিলা, প্রতিবন্ধী ভাতাভোগী সহ সকল ভাতাভোগীগণ:

  • আপনার মোবাইল ফোন সচল রাখুন, ভাতার টাকা কয়েক দিনের মধ্যে আপনার মোবাইলে আসবে।
  • এতদ্বারা সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি সহ সকল ভাতার ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির (অক্টোবর -ডিসেম্বর/২২) মাসের পে-রোল প্রেরণ করা হয়েছে।
  • ভাতার টাকা যে কোন সময়ে ভাতাভোগীর দেওয়া মোবাইলে আসবে। মোবাইল এর পিন কোড বিশ্বস্ত ব্যক্তি ব্যতিত অন্য কাউকে দেখাবেন না।
  •  আপনি আপনার আশ-পাশের ভাতাভোগীদের কে তথ্যটি শেয়ার করুন। আপনার তথ্যের কারনে একজন ভাতাভোগী প্রতারণা হতে রক্ষা পেতে পারে। তাই নিজে সতর্ক হউন, অপরকে সতর্ক করুন।
  • নগদ একাউন্টের PIN উপকারভোগীর একান্তই ব্যক্তিগত বিষয়। কোন ক্রমেই PIN অন্য কারো নিকট শেয়ার করা যাবে না। সমাজসেবা অফিসে কিংবা কোনো ক্ষেত্রেই দাপ্তরিক কাজে "PIN/OTP প্রয়োজন হয় না। কাজেই কোন প্রতারক চক্র ফোন করে "সমাজসেবা অফিস/নগদ কাস্টমার কেয়ার সার্ভিস থেকে বলছি" মর্মে কিংবা সরাসরি "PIN/OTP" চাইলে সেটি কোন ক্রমেই দিবেন না, দিলে আপনার টাকা প্রতারক চক্র তুলে নিয়ে যেতে পারে।
  • সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতার অর্থ প্রদানে কোন এজেন্ট পয়েন্টে অতিরিক্ত ফিস- আদায় কিংবা কোন প্রকার হয়রানির স্বীকার হলে, উপজেলা পরিষদের চেয়ারম্যান/উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা সমাজসেবা অফিসার/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদ

★ভালো থাকুন★সতর্ক থাকুন★০৪নং বেলকা ইউনিয়ন পরিষদ

সুন্দরগঞ্জ , গাইবান্ধা।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
08/02/2023
আর্কাইভ তারিখ
31/12/2025