গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত রাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব আলতাব হোসেন ২০২২-২০২৩ অর্থ বছরের এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, উপসহকারি কৃষি কর্মকতা জামিউল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, গোলজার রহমান, আবু রায়হান, আরডিআরএস উপজেলা কো-অডিনেটর আরিফুজ্জামান, এসকেএস প্রতিনিধি রেজা মিয়া প্রমুখ।
বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৭০ হাজার ৬৮২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৬৮২ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস